Shakira Bengali Biography

SHAKIRA
If you want to see this blog in Bengali just click here and follow the process. 

শাকিরার পুরো নাম হচ্ছে শকিরা ইসাবেল মেবারাক রিপল।তার জন্ম তারিখ হচ্ছে ২ ফেব্রুয়ারী ,১৯৭৭,জন্মস্থান  হচ্ছে বারানকিলা, যেটা কলোম্বিয়াতে অবস্থিত। তিনি জন্মগতভাবে স্প্যানিশ ভাষাতে কথা বললেও কিন্তু ইংরেজি, পর্তুগীজ, ইতালি,ফরাসি, ক্যাটালন এবং আরবি ভাষাতেও চমৎকার দখল আছে।
তিনি একাধারে সঙ্গীতশিল্পী ,গীতিকার, dancer, recordproducer,choreographer এবং model. জন্ম থেকে belly dancing ও দারুণ দক্ষতা আছে উনার।
তার গানের মধ্য দিয়ে ল্যাটিন এবং আরব দেশীয় ঐতিহ্য ফুটে উঠে। যখন তার বয়স মাত্র ৮ বছর , তখন তিনি প্রথম গান লিখেন। তার প্রথম  album এর নাম হচ্ছে MEGIA(english: MAGIC)  যেটা  ১৩ বছর বয়সে বের হয়।এই album টি Viña del Mar International Song Festival -এ স্থান পায়। কিন্তু তার অল্পবয়সের কারণে ঐ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি।তার পরবর্তী album হচ্ছে Peligro (English: Danger)।কমার্শিয়াল সাফল্য ব্যর্থতার কারনে মার্কেট থেকে album দুটি সরিয়ে ফেলা হয়। এই album দুটি official album না হয়ে promotional album রুপে চিহ্নিত করা হয়।
প্রতিভাকে কোনোদিন চেপে রাখা যায় না। school graduation করার পরে তৃতীয় album বের হয়। সেটার নাম 
Pies Descalzos (English: Bare Feet)। এটি তার ল্যাটিন আমেরিকায় অসামান্য সাফল্য এনে দেয় । 
পরবর্তী album হচ্ছে Dónde están los ladrones? (English: Where Are the Thieves?),
এই অ্যালবাম দুটি Latin Grammy Award  অর্জন করে।
এবার English language top market -এ স্থান করার পালা। আমেরিকার singer Gloria Estefan এর কাছ থেকে অনুপ্রেরিত হয়ে ইংরেজিতে পঞ্চম album বের করেন  Laundry ServiceWhenever,wherever.... underneath your cloth এই হিট গান গুলো এই album -এর মধ্যে অন্তর্ভুক্ত।
তারপর ,Shakira Oral Fixation Vol 2 Full Album  ,she wolf ,
 Sale el Sol...(English: The Sun Comes Out....)  এই অ্যালবাম গুলো বের হয়। Hip's don't lie গানটি oral fixation অ্যালবাম এর অন্তর্ভুক্ত।
২০১০ সালে FIFA এর জন্য   Waka Waka (This Time for Africa)...গানটি প্রচুর জনপ্রিয়তা পায়।

আমেরিকার t.v তে THE VOICE নামে একটি গানের competition  এর judge হিসেবে মনোনীত হয়েছিলেন।

রোমান্টিক শাকিরা
Argentine উকিল Antonio de la Rúa এর সাথে break up এর পর বর্তমানে স্প্যানিশ ফুটবলার
Gerard Piqué এর সাথে সম্পর্কে জড়িত আছেন।
 
Shakira with Gerard Pique
                           
  এই romantic জুটির প্রথম সন্তান হল Milan Piqué i Mebarak.
                                                      
Shakira with Milan Piqué i Mebarak

দ্বিতীয়  সন্তান হল Sasha Piqué i Mebarak।
Shakira with Sasha Piqué i Mebarak


এই জুটি unicef-কে সহায়তা করার জন্য world baby shower নামে একটি সাইট পরিচালনা করছে। 

মহানুভব শাকিরাঃ
শাকিরা fundación pies descalzos   নামে একটি charity প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
বাংলাদেশ সহ অনেক দেশ তিনি ভ্রমন করেছেন। ঘূর্ণিঝড় সিডর এর সময় তিনি দুর্গতদের পাশে ছিলেন।
তিনি সচেতনতা বা আর্থিক সহায়তা  করার জন্য অনেক benefit concert  করেছেন।

অর্জনঃ
 শাকিরা অনেক  পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম
Latin Grammy Award ,Latin Recording Academy Person ।৫ অক্টোবর , ২০১১ সালে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক White House Initiative on Educational Excellence for Hispanics-এ member হিসেবে নিযুক্ত হয়েছেন।
পুরো বিশ্ববাসী সারাটা জীবন ধরে তার অসমান্য কৃতিত্বের জন্য তাদের মুল্যবান হৃদয় কোঠরে  তাকে নিয়ে বেঁচে থাকবে।




No comments:

Post a Comment